শিক্ষা কার্যক্রমের নতুন সময়সূচী

*

কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার সুরবিতান, শিল্পবিতান, আবৃত্তিবিতান, নৃত্যবিতান ও কথাবিতানের ৩ থেকে ১৮ বছরের শিশু-কিশোরদের ভর্তি করা হয়। বিভিন্ন শিক্ষাবিতানে জুন ২০২৩ থেকে নিম্নের রুটিন অনুযায়ী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হবে।
শুক্রবার:
আবৃত্তিবিতান (আবৃত্তি) সকাল ৮.৩০টা-৯.৩০টা
সুরবিতান (সঙ্গীত) ৯.৩০টা-১০.৩০টা
শিল্পবিতান (চিত্রাঙ্কন) ১০.৩০টা-১১.৩০টা
নৃত্যবিতান (নাচ) ১০.৩০টা-১১-৩০টা
কথাবিতান (বক্তৃতা ও উপস্থাপনা) ১১.৩০টা-১২.৩০টা

শনিবার:
আবৃত্তিবিতান (আবৃত্তি) সকাল ৮.৩০টা-৯.৩০টা
শিল্পবিতান (চিত্রাঙ্কন) ৯.৩০টা-১০.৩০টা
সুরবিতান (সঙ্গীত) ১০.৩০টা-১১.৩০টা
নৃত্যবিতান (নাচ) ১১.৩০টা-১২.৩০টা

ভর্তির নিয়মাবলী:

ভর্তি ফি ২০০/- (দুইশত টাকা) / এপ্রিল ২০২৩ থেকে
মাসিক বেতন ২০০/- (দুইশত টাকা) / এপ্রিল ২০২৩ থেকে

প্রথম ভর্তির সময় তিন মাসের বেতন অগ্রীম দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *