সুধী,
আগামী ২ অক্টোবর ২০২০, শুক্রবার বিকেল সাড়ে চারটায় কচি-কাঁচা ভবনে কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার কার্যনির্বাহী পরিষদের নিয়মিত মাসিক সভা অনুষ্ঠিত হবে। পর্ষদের সকল কমী-সদস্য, সহযোগী সদস্য এবং উপদেষ্টা সদস্যকে যথাসময়ে উক্ত সভায় যোগদানের অনুরোধ জানানো হচ্ছে। সভায় কভিড বিধিনিষেধ মেনে চলা হবে।
পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী উপ-পরিষদসমূহের সদস্যদেরও উক্ত সভায় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকতে অনুরোধ করা হচ্ছে।
আলোচ্যসূচিঃ
(ক) বিগত সভার কার্যবিবরণ পাঠ ও অনুমোদন
(খ) প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
(গ) জয়নুল-জসীম-আলমুতী জন্মোৎসব
(ঘ) বিবিধ
( খোন্দকার ইব্রাহিম খালেদ )
সভাপতি